চিকণ চিকণ রে চিকণ কালা দে।
এক অঙ্গের লাবণ্য কহিতে পারে কে।।
নিরবধি তনু মোর আবেশে না ছাড়ে।
যতই দেখিএ তত আরতি বাঢ়ে।।
কি কহিব রে শ্যামরূপের মাধুরী।
রূপের নিছনি লঞা মরি মরি মরি।।
চরণ-কমল -শোভা কি কহিব জ্ঞানদাস।
ভকত জনের মন পূরাইতে আশ।।
চিকণ চিকণ রে চিকণ কালা দে।
এক অঙ্গের লাবণ্য কহিতে পারে কে।।
নিরবধি তনু মোর আবেশে না ছাড়ে।
যতই দেখিএ তত আরতি বাঢ়ে।।
কি কহিব রে শ্যামরূপের মাধুরী।
রূপের নিছনি লঞা মরি মরি মরি।।
চরণ-কমল -শোভা কি কহিব জ্ঞানদাস।
ভকত জনের মন পূরাইতে আশ।।