জমুনা জাইআ কদম্ব-তলাতে
দেখিয়া আইনু কানু।
সে হইতে মন করে উচাটন
বর জালা ধরে তনু।।
সখি,মরে কিছু বলনা উপাঅ।
ভোজন সঅনে সদা পড়ে মনে
কেমতে পাসরি তাঅ।।
মদন-মোহন মুরূতি চিকন
ত্রিভঙ্গ ভঙ্গিম ঠাম।
হাসিঞা হাসিঞা নয়ান বাঁকাঞা
হানিল নয়ান বাণ।।
গৃহকাজগণ লাগে উচাটন
তারে না দেখিলে মরি।
চণ্ডিদাস কয় উপাঅ আছয়
থাকহ ধৈরজ ধরি।।