জয় জয় কলরব নগর বাজারে।
জনম লভিলা ধনী বৃষভানুঘরে।।
দেখিঞা কীর্ত্তিদা রাণী আপনা পাসরে।
লাখে লাখে চুম্ব দেই বদনকমলে।।
পরম আনন্দে নাচে বৃষভানু রাজা।
ক্ষীর সর দধি বিতরণ করে প্রজা।।
শঙ্খ দুন্দুভি বাজে সকল নগরে।
আনন্দের অবধি কহিতে কেবা পারে।।
তৈল হরিদ্রা আর কুঙ্কুম আনিঞা।
অগুর চন্দন আদি দেয় ছাড়াইঞা।।
কোহো নাচে কেহো গায় দেয় করতালি।
দীনবন্ধু দাস দেখে অতি কুতূহলী।।