জয় জয় শ্রীল গদাধয় পণ্ডিত
মণ্ডিত ভাব ভূষণ অনুপাম।
শ্রীচৈতন্য অভিন্ন শকতি গুণগণ
ধন্য সুদুর্গম যছু রসধাম।।
কিয়ে বিধি জনগণ দুরগতি জানি।
শ্রীবৃন্দাবন মধুর ভজনধন
সম্পদ সার মিলায়ল আনি।।ধ্রু।।
গর গর গৌর প্রেমেভরে ঝর ঝর
অকরুণ করুণ বরুণালয় আঁখি।
ক্ষণেকে স্তবধ শবদ ক্ষণে গদগদ
আধ আধ পদ গোপীনাথ ভাখি।।
নব অনুরাগী লাগি রহু অন্তর
উথলয়ে ক্ষণে নব জলধি তরঙ্গ।
দাস শিবাই আওই ক্ষীণ দীনজন
না পাওল সতত অসত পথরঙ্গ।।