তিরীর সভাব মণে করে।
প্রাণ কাহ্নাঞি ল
তাত রোষ না কর নাগরে।।
এ তোহ্মার বচনে।
প্রাণ কাহ্নাঞিঁ ল
সব কোপ খণ্ডিল এখনে।।এআ।।
আল হের
এহি জাগে তোহ্মার চরণে।
প্রাণ কাহ্নাঞিঁ ল
আহ্মা সম না করিহ আনে।।ধ্রু।।
তোহ্মার আহ্মার দুঈ মনে।
এক করী গান্থিল মদনে।।
তার আনুরূপ বৃন্দাবনে।
তোর বোল না করিব আনে।।
বিধি কৈল তোর মোর নেহে।
একই পারণ এক দেহে।।
সে নেহ তিঅজ নাহিঁ সহে।
সে পুণি আহ্মার দোষ নহে।।
কে বুলিতেঁ পারে তোর গুণে।
একেঁ একেঁ বলে মোর মনে।।
এবেঁ আসি বৈস মোর পাশে।
গাইল বড়ু চণ্ডীদাসে।