দেখ সখি ও নাগর মন মোহনিয়া। অনঙ্গে এড়ল অঙ্গ সে রূপ হেরিয়া।। ধু
বদন দর্পণ যেন আঁখি-যুগ মণি। ভুরুর ভঙ্গিমা দেখি মোহে মন- মুনি।।
সুধারসময় হাসি বচন অমিয়া। সুললিত অঙ্গরূপ মৃগাঙ্ক জিনিয়া।।
কহে নজর মোহাম্মদে রাধার নেহা। ভক্ত সখি সো নাগর মনোহর গাহা।।