ধিক রহুঁ জীবনে পরাধীন যেহ।
তাহার অধিক দুখ পরাধীন লেহ।।
এ পাপ কপালে বিহি এমতি লিখিল।
সুধার সায়র মোর গরল হইল।
অমিয়া বলিয়া যদি ডুব দিলুঁ তায়।
গরল ভরিয়া যেন উঠিল হিয়ায়।।
শীতল বলিয়া যদি পাষাণ করি কোলে।
পীরিতি-অনল-তাপে পাষাণ যে গেল।।
ছায়া দেখি বসি যদি তরুলতা বনে।
জ্বলিয়া উঠয়ে তরু লতাপাতা সনে।।
যমুনার জলে গিয়া যদি দিই ঝাঁপ।
পরাণ জুড়াবে কি অধিক উঠে তাপ।।
অতএ এ ছার পরাণ যাবে কিসে।
নিচয়ে ভখিমু মুই এ গরল-বিষে।।
চণ্ডীদাস কহে দৈব-গতি নাহি জান।
দারুণ পীরিতি ইবে বধয়ে পরাণ।।