নবীন কিশোরী মেঘের বিজুরি
চমকি চলিয়ে গেল।
সঙ্গের সঙ্গিনী সকল কামিনী
ততহি উদিত ভেল।।
সই জনমিয়ে দেখি নাই হেন নারী।
রঙ্গিম ভঙ্গিম ঘন সে চাহনি
গলে যে মোতিম হারি।।
অঙ্গের সৌরভে ভ্রমরা ধাওয়ে
ঝঙ্কার করয়ে তাই।
অঙ্গের বসন ঘুচায়ে কখন
সঘনে ঝাঁপয়ে তাই।।
মনের সহিতে মনের কৌতুকে
সখীর কাছেতে যাই।
হাসির চাহনি দেখালে কামিনী
পরাণ হারালুঁ ভাই।।
চলন ভঙ্গিম অতি সুরঙ্গিম
হংস -গতি জিনি থোর।
অঙ্গুলির আগে চাঁদ যে ঝলকে
পড়িছে উথলি জোর।।
চাহে যাহা পানে বধয়ে পরাণে
দারুণ দাহন তার।
হিয়ার ভিতরে কাটিয়া পাঁজরে
বিন্ধিয়া করল পার।
জর জর হিয়া রহিল পড়িয়া
চেতন হরিল মোর।
চণ্ডীদাসে কয় ব্যাধি কিছু নয়
দেখিয়া হইলা ভোর।।