নব জলধর জিনি কলেবর
অমিঞা মধুর হাস।
হিয়ার মাঝে দেখি এ থির
বিজুরি প্রকাস।।
ঠমকি চলন দুদিগে হেলন
অঙ্গের দোলনা।
হেরি চমকিত হয় কত কত
লাখ মদনা।।
বিনোদ নাগর দেখিনু ….
রহিল মনের বেথা।
দারুন ননদির তবে নাকি
হইল কোন কথা।।
ময়ূর পাখের চান্দ কুন্তল উপরে।
কালিন্দির জলে কিবা মৎস্য রাঙ্গা উড়ে।।
তাহা য়ে বেড়িয়া নব মালতির মালা।
হংসরাজপাঁতি কিবা পাতিঞাছে খেলা।।
বদন কমল নয়ন যুগল
কিবা সে খঞ্জন পাখি।
শারদ চান্দের চকোর কিবা
আইল পিবার লাগি।।
পড়ি গেলু মদন ফাঁন্দে নাহিক এড়ান।
জ্ঞানদাস বলে বড় বিনোদিয়া কান।।