নব মধুমাস কুসুমময় গন্ধ।
রজনি উজোয়ল গগনহি চন্দ।।
মলয়পবন বহে সৌরভ মেলি।
কোকিল রাব ভ্রমর করু কেলি।।
ঐছে রজনি হেরি রসবতি রাই।
সহচরি সহ নিজ বেশ বনাই।…
অবহিঁ চললি ধনি কালিন্দিতীর।
অপরূপ শোভন ধীর সমীর।।
সখিগণ সহ তহিঁ মীলল কান।
দুহুঁ জন হেরই দুহার বওয়ান।।
দুহুঁ মুখ হেরইতে মৃদু মৃদু হাস।
জ্ঞানদাস কহ দুহুঁক বিলাস।।