নাগরের সনে সরস বচনে
আউলায়া আনন্দভরে।
নিকটে আসিঞা হাসিঞা হাসিঞা
ধরিল বন্ধুর করে।।
অঙ্গের পরশে রসের অবেশে
মাতিল নাগররাজ।
রাইর আঁচল ধরি গিরিধর
সাধিল আপন কাজ।।
অঙ্গ হেলাহেলি অতি কুতূহলী
কুসুম আসনে বসি।
প্রেমের পসার করল বিথার
অন্তরে অন্তরে পশি।।
সোনার নূপুর ঘাঘর ঘুংঘুর
মধুর মধুর বাজে।
দীনবন্ধু বলে চরণে কমলে
শ্রীরাসমণ্ডল মাঝে।।