নাগর-কোরে ভোরি বর-নাগরি
অনিমিখ হরিমুখ চাই।
দারুণ বিধি যব নিমিখ ঘটাওল
বিরহ বেয়াকুলি রাই।।
হরি হরি কি কহব প্রেমতরঙ্গ।
নাগর-কোরে বৈঠি ধনি কহতহিঁ
কবে হব শ্যামর সঙ্গ।।
সো মুখচান্দ ছান্দ কিএ হেরব
মধুরিম হাস বিকাশ।
পুন কিএ কুঞ্জ- শেজ পর বৈঠব
বিদগধ নাগর পাশ।।
সদয় হৃদয় বিধি দেওল রসনিধি
কোনে চোরাওল মোর।
দীনবন্ধু কহে ধনি অতি পাগলি
ধরণি পড়ল পহুঁ ভোর।।