“নাতি নাকি আস যাও রাধা সনে কথা কও
শুনিয়াছিলাম পরের মুখে।
মনে করি কোন দিনে দেখা হবে নাতি সনে
ভাল হল দেখিলাম তোকে।।
চেটো নেটো যায় জলে তারে নাকি ধর ছলে
এমন তোমার নাকি রীত।
যারে তুমি ধর ছলে সেই আসি মোরে বলে
নহিলে না হথু পরতীত।।
সুজন কখন নও পর-নারী নিতে চাও ;
এমনি তোমার অভিলাষ।
আমি শুনিলাম ভালে যদি শুনে তার কূলে
শুনিলে হইবে অপভাষ।।
নিশ্বাস ফোঁপাশ ছাড় আছাড় খাইয়া পড়
বুঝিলাম তোমার মনের কথা ।
নহে কেনে ঘাটে মাঠে তোর অপযশ রটে
শুনিতে পাই এসব কথা।।
আমার কথাঠি শুন না করিহ ইহা পুনঃ
না মজে নন্দের কুলগারি।”
দ্বিজ চণ্ডীদাসে কয় ও কথা কি মনে লয়
নাগর যৌবন হৈল বৈরী।।