নামসুত্রাবাল বান্ধিল গলাতে
বিচার করিলা রাস্যে ।
জে নামে জে উঠে রাখিল সত্তরে
জে নামে জে বর্ন্ন আসে।।
প্রথমে উঠিল দেব দামুদর
দ্বিতিয়ে এ ঋসিকেস।
ত্রিতিয় হইল কেসব বলিয়া
এ নাম রাখিল সেস।।
মাধব বলিয়া চতুর্থে উঠল
দৈত্যারি বলিয়া নাম।
পঞ্চমে উঠিল পুণ্ডরিকাক্ষ
নাম সুন অনুপাম।।
সষ্টমে হইল গোবিন্দ বলিয়া
সপ্তমে গড়ুরদ্ধজ।
অষ্টমে হইল পিতাম্বর নাম
পরিতোস ভেল স * *।।
* স্বাদ্ধি বলি আর নাম হয়ে
বড় অপরূপ বানি।
দসমে উঠল বিস্বেকসেন
………সে বানি।।
একাদসে হএ জনা……….ন
সুনহ শ্রবণ ভরি।
দ্বাদসে উঠল উপেন্দ্র বলিয়া
অতি নাম মনহারি।।
ইন্দ্ররাজ নাম অতি গুন * *
* * নে জাহার নাম।
কোটি ২ পাপ নামেতে সুদ্ধতি
গেলা সে বৈকণ্ঠধাম।।
চক্রপানি নাম এ * * * *
চতুর্ভূজ এক হএ ।
পদ্মনাভ বলি আর নাম উঠে
মধুরিপু নাম রএ ।।
বাসুদেব বলিয়া এক না(ম) * *
* তে এ মুকতি হএ।
নামের মহিমা কে করূ গননা
দিন চণ্ডিদাস কএ।।