নামিয়া আসিয়া বসিল হাসিয়া
কহে যে- “বেতন দেও।”
বেতনের কালে হাত দিয়া গালে
সকল যুবতী কয়।।
“সই, বাজিকরে নিবে কি।
যত কিছু দিয়ে কিছুই না লয়ে
বলে –“আমার যোগ্য কি ।।ধ্রু।।
এই মনে করি দেহ কুচগিরি
আর তব মুখ সুধা।
আর এক হয় মোর মনে লয়
তাহা মোরে দেহ জুদা।।”
সুন্দরীর গণে বুঝিল মরমে–
“ইহার গ্রাহক তুমি।
টীটের টীটানি খেতের মিঠানি
সকলি জানি যে আমি।।”
চণ্ডীদাসে কয়— তবে যে না হয়
জানি এ চতুরপণা।।
বুঝিলে না বুঝে কহিলে না সুঝে
তাহারে বলি যে কাণা।।