নারদ-সারদ সুক-সনাতন
দেবের দেবতা যত।
মহিমা-কারণ ফলের মাধুরি
জানিবেক কত শত।
এমন তরুর ফল ফলিয়াছে
জাহার উপমা নাঞি।
কত না মাধুরি ফলের ভিতর
না দেখি কনহ ঠাঞি।।
এ ফল অধিক মাধুরি দেখিতে
আছএ মনের সাধ।
কত না আমিঞা ফলের ভিতরে
এই কিবা পরমাদ।।
এই অনুমান করে দেবগণ
লইতে ফলের মধু।
হরস বদন বুঝিতে কারণ
সকল দেবের বিধু।।
ফল আস্বাদন করিতে সঘন
দেবের আরতি অতি।
চণ্ডিদাস বলে ফলের মাধুরি
কেবা সে জানব রিতি।।