নারীর জনম জে জোনে চাহিল
রহলি অপন ঘরে।
ব্যাধ-মন্দিরে হরিনি জেমন
পরান তেমতি করে।।
বিধি, তোমার কঠিন হিআ।
বুঝিতে নারিল আমারে বান্ধিল
কোন প্রেম-ডোর দিআ।।
ছারিতে চাহিএ ছারা [ন] না জায়ে
পিরিতি প্রেমের ফান্দে।
এ দুটি নয়নে তাহে পথ পানে
ফুকারি ফুকারি কান্দে।।
স্যামের পিরিতি জে জনে জানিল
জনম-তাপিনি সেই।
চণ্ডিদাষে কহে জালায়ে জড়িত
পিরিতি করিল সেই।।