“না কর না কর ধনি এত অপমান।
তরুণী হইয়া কেন একে দেখ আন।।
বংশী পরশি আমি শপথ করিয়ে।
তোমা বিনু দিবানিশি কিছু না জানিয়ে।।
ফাগুবিন্দু দেখিয়া সিন্দূরবিন্দু কহ।
কণ্টকে কঙ্কণ-দাগ মিছাই ভাবহ।।”
এত কহি বিনোদরায় চলি যায় ঘর।
চণ্ডীদাস কহে রাই কাঁপে থর থর।।