নিকুঞ্জ বিজই শ্যাম রাধিকার সাথে।
রসের দীপিকা জ্বলে ললিতার হাথে।।
আগে শ্যাম মাধে রাই গমন মাধুরি।
তার পিছে দীপ হাতে ললিতা সুন্দরি
আগমনে উত্তরিল যমুনার কুলে ।
নাসিকা মাতিয়া গেল নানা গন্ধ ফুলে
ফুল তুলিবারে কৃষ্ণ তরু পানে চায়।
সে ফুল পড়য়ে আসি রাধিকার পায়।।
রাধার মনের মান ভাঙ্গিবার তরে।
পথে ফুল বিছাইয়া দিলেন নাগরে ।।
ফুলের উপরে রাই চরণ দিঞা যায়।
ঢলিয়া ঢলিয়া পড়ে নাগরের গায়।।
বৃন্দাবনে রসরঙ্গে আনন্দে মগন।
জ্ঞানদাসেতে মাগে চরণে শরণ।।