নিজকুল গৌরব খোয়।
তনুমন সোঁপল তোয়।।
তুহুঁ সে গগন পরশাই।
তৈখনে তেজলি তাই।।
শুন শুন নাগররাজ।
তোহারি সে ঐছন কাজ।।ধ্রু।।
পুরনায়রী সঞে ভোর।
তছুঁ নামহিঁ দিয়া ডোর।।
সো পুন ঐছে নিদান।
কব কিয়ে হোত না জান।।
অতয়ে নিবেদিয়ে তোয়।
তোহে জানি অপযশ হোয়।।
সখীগণ ছোড়ল পাশ।
কহ ঘনশ্যামর দাস।।