নিতি নিতি দেখিয়ে না কহি লাজে।
অনুভবে জানলু অদভুত কাজে।।
তুহুঁ বরনারী চতুরবর কান।।
মরকত মিলল কনক দশবান ।।
এ ধনি ! এ ধনি ! বহু পরিহার।
নিজজন জানি কাহে না কহ বেভার।
খেণে খেণে অলসে মুদসি আধ আঁখি।
নিজ তনুছাহে চাহি কর সাখী।।
জলধর হেরইতে ভেলি চমকিত ।
শ্যামরচান্দে চোরায়ল চিত।।
খেণে পুলকিত তনু রহসি সম্ভারি।
মৃগমদ উরুজে যতনে চীরে বারি।
ফুয়ল কবরি উরহি উলটায়।
জ্ঞানদাস কহে কাহে লুকায়।।