নিরবধি ঝুরে সে শ্যাম-নাগরে
রাধারে করে বিলাপ।
জিহ্বা অগ্রে নাম নেত্র অগ্রে ধ্যান
ভজিল সকলি আপ।।
সো ধনীর কীর্ত্তি শুনাই শ্রবণে
ঘুচাবে কে ব্যথা মোর।
মন ধ্যানে তনু লাগিঞা রহল
কে আনি দিবে তৎপর।।
বিধু জিতাননী মুকুল বদনী
আমার হিত প্রাণমিত।
আরে বিম্বাধরী সুকনক গোরী
গলি মোএ বিসরিত।।
খগ মৃগগণ তরু লতাবন
গউর বরণ দিশে।
মনমথ বাণ তাপে নীলমণি
সচকিত হঞা বসে।।
ভাবিতে ভাবিতে সে নাগররায়
ভূমে অচেতন পড়ল।।
চণ্ডীদাস বোলে ধনী না আইলে
কিবা সে প্রমাদ ভেল।।