নির্জ্জন দেখিয়া কালা বানাইল বেশ।
নানা বেশে বান্ধে চূড়া মনেতে হরেষ।।
আগে পাছে ডোলে ঝুম্পা ভূমিতে লোটায়।
বহি পিচ্ছবর-চূড়া বামেতে ডোলায়।।
তারপরে শোভে মাল সেমতি পাখুড়ি ।
যুবতী কে বর্ত্তি যাব দেখি তা মাধুরী।।
(অঙ্গুলী অঙ্গতে কাল পূরিয়াছে পায় ?)
একেত রঙ্গিয়া নাগর যুবতী ভুলায়।।
অগুরু চন্দন আর পায়েতে লেপিল ।
মৃগ মদ * * লঞা লালটে লিখিল।।
কর্ণেতে কুণ্ডল মালি দুকরে কঙ্কণ।
পয়রে(পায়েতে) নুপূর খঞ্জি চলে রুনু ঝুন।
পীত দুকুলের ঝটা কি কহিতে পারি।
নবীন ঘনেতে কিবা জড়িত বিজুরী।।
শ্রীবিম্ব অধরে করে তাম্বুল চর্ব্বণ।
চণ্ডীদাস বলে নাগর চলহ গহন।।