নিল উৎপল বরন নিরমল
ভালে বিরাজিত শসি।
আখির হিল্লোলে বঙ্কিম চাহনি
অন্তরে লাগল পসি।।
সই, ঠেকিলাম প্রেমের জোরে।
রতন পালঙ্কে বসিল নাগর
আমারে লইআ কোরে।।
ষুগন্ধি চন্দন অঙ্গেতে লেপন
করিল সয়ন দান।
ভুজলতা দল তুরিতে বেরল
সিতল করিল প্রান।।
বয়ন উপরে বয়ন রাখিআ
খণ্ডিল মনের দুখ।
চণ্ডিদাসে কহে পরষে সিতল
পাইল পরম সুখ।।