নিশি অবসান জানি নন্দের ঘরণী।
দাসদাসী ডাকিয়া কহয়ে প্রিয় বাণী।।
আমার জীবনধন কানাই বলাই।
লালিবে পালিবে তারে তোমরা সভাই।।
যার যেই কাজ বাছা কর মন দিয়া।
আমি আর কি বলিব করহ বুঝিয়া।।
রাণীর উদার বোল শুনি দাসদাসী।
আবেশে করয়ে কাজ প্রেমানন্দে ভাসি।।
কুন্দলতা আনি কথা কহে যশোমতী।
রাধারে আনহ বাছা করিয়া যুকতি ।।
শুনি পরণাম করি চলে কুন্দলতা।
জটিলারে নমস্কারি নিবেদয়ে কথা।।
দেখি আনন্দিত হৈল জটিলার চিত।
শেখর চলিলা তার পাইয়া ইঙ্গিত।।