নিসেধ নিলজ বনমালি।
রাখালে না ভজে চন্দ্রাবলি।।
হেম ঘট দেখিয়া পাউ ডরে।
চোরার মন শাত পাচ করে।
মাকড়ের হাথে নারিকল।
খাইতে করে সাধ ভাঙ্গিতে নাহি বল।।
সাপের মাথায় মণি জ্বলে।
তাহা কি লইতে পারে বলে।।
বড়ু কহে বাসলির বরে।
চান্দ কি ধরিতে পারে বলে।।
নিসেধ নিলজ বনমালি।
রাখালে না ভজে চন্দ্রাবলি।।
হেম ঘট দেখিয়া পাউ ডরে।
চোরার মন শাত পাচ করে।
মাকড়ের হাথে নারিকল।
খাইতে করে সাধ ভাঙ্গিতে নাহি বল।।
সাপের মাথায় মণি জ্বলে।
তাহা কি লইতে পারে বলে।।
বড়ু কহে বাসলির বরে।
চান্দ কি ধরিতে পারে বলে।।