নৃপতি-সুখ বাঞ্ছ যদি
ব্রজে কি মন মানে না।
গোপ-কুলে বসতি কেবা
নন্দ ঘোষে জানে না।।
রাইকে ছাড়ি রহলি ভুলি
তাও কি মনে নিল না।
তারে হরি চাহসি যদি
কুবুজা সঞে মিল না।।
জননি হেরি আয়বি ফিরি
সবহুঁ রহ দূরে।
গোপি প্রতি না কর কিছু
শশিশেখরে ঝুরে।।