পহিলহি রাগ নয়ন-ভঙ্গ ভেল।
অনুদিন বাঢ়ল অবধি না গেল।।
না সো রমণ না হাম রমণী।।
দুহুঁ মন মনোভব পেশল জানি।।
এ সখি সো সব প্রেম-কাহিনী।
কানুঠামে কহবি বিছুরহ জনি।।ধ্রু।।
না খোঁজলুঁ দূতি না খোঁজলুঁ আন।
দুহঁক মিলনে মধ্যত পাঁচ-বাণ।।
অব সো বিরাগে তুহুঁ ভেলি দূতি।
সুপুরুখ-প্রেমক ঐছন রীতি।।
বর্দ্ধন-রুদ্র-নরাধিপ-মান।
রামানন্দরায় কবি ভাণ।।