পাও যদি শ্যাম বন্ধের লাগাল বাঁশী আনো কাড়ি’।
ওরে ধরি’ আনো প্রাণবন্ধুরে পাও যার বাড়ী।।
বাঁশী বাজাইয়া বন্ধে ফিরইন বাড়ী বাড়ী।
হয় রে তোমারে ধরিবার লাগি’ হইলাম উদাসিনী গো।।
আর যথায়-তথায় যাওরে বন্ধু আমায় রাখিয়ো মনে।
হয় রে দুখিনী ভিখারীর নাম লেখিয়ো চরণো গো।।
আর রাধার নাম লেখ্তে বুঝি কিছুই দুঃখ পাইন।
ওয় রে ধূলায় লেখিয়া নাম চরণে মিশাইন গো।।
আর কইন তো ফকির কানু শা’য় সনদের পারে বইয়া
পারইমু পারইমু করি দিন তো যায় গইয়া।।