প্রভাতে উঠিয়া বরজরাজ।
সকালে চলিলা ধেনু সমাজ।।
সখাগণ আসি মিলল তাই।
আনন্দ বাঢ়ল ও মুখ চাই।।
গাভীগোহন করিয়া কান।
সুবলের সনে নিভৃতে যান।।
পুছত সুবল হেরিয়া মুখ।
কি ভেল আজুক রজনি সুখ।।
কহত নাগর করি প্রকাশ।
ভণতহিঁ রস শেখরদাস।।
প্রভাতে উঠিয়া বরজরাজ।
সকালে চলিলা ধেনু সমাজ।।
সখাগণ আসি মিলল তাই।
আনন্দ বাঢ়ল ও মুখ চাই।।
গাভীগোহন করিয়া কান।
সুবলের সনে নিভৃতে যান।।
পুছত সুবল হেরিয়া মুখ।
কি ভেল আজুক রজনি সুখ।।
কহত নাগর করি প্রকাশ।
ভণতহিঁ রস শেখরদাস।।