প্রাণনাথ আইও আইও কলঙ্কী রাধার মন্দিরে। আসলে কালা মনের জ্বালা।
পাশরিয়া যাব গো দূরে।।
কলঙ্কী রাধার মন্দিরে নিশাকালে একাতনা, হয়না জানু লোকের গো জানা,
জানলে লোকে প্রেম রবে না আর নয় দরজার ঘর পরে চকি দেয় পারা দারে।।
তুমি হইও মনচুরা, শিং দরজায় আমি গো খাড়া,
দেখলে পরে কাজ হবে পূরা, রসরঙ্গে করব খেলা সুচিত্র পালঙ্গ পরে।।
প্রেম করিলাম শিশুকালে বন্দী আছি স্বামীর গো জালে, বাইর হইতে না দেয় কোন কলে
এখন যদি না দেও গো দেখা বিষ খাবাইয়া মার গো মোরে।।
পাগল আরকুমে বলে জনম আমার গেল বিফলে
আইলনা শ্যাম যৌবনের কালে মরণ কালে দয়ার মুরশিদ দেখা যদি দেওগো মোরে।।