“বঁধু, কি আর বলিব তোরে।
আপনা খাইয়া পীরিতি করিয়া
রহিতে নারিলাম ঘরে।।
কামনা করিয়া সাগরে মরিব
সাধিব মনের সাধা।
মরিয়া হইব শ্রীনন্দের নন্দন
তোমারে করিব রাধা।।
পীরিতি করিয়া ছাড়িয়া যাইব
রহিব কদম্বতলে।
ত্রিভঙ্গ হইয়া মুরলী বাজাব
যখন যাইবে জলে।।
মুরলী শুনিয়া মোহিত হইবে
সহজে কুলের বালা।”
চণ্ডীদাস কয় — তখনি জানিবে
পীরিতি কেমন জ্বালা।।