“বঁধু, ভাল সে বটহ তুমি।
এক অপরাধ জনম অবধি
করিয়া আছিল আমি।।
সেই অপরাধ বিষম বিবাদ
করিলা নাগর রায়।
আমরা অবলা অখলা কি জানি
সকল গোচর পায়।।
কালিয়া যে জন কঠিন সে জন
এবে সে জানিল দঢ়।
কালার সঙ্গেতে যে করে পীরিতি
পরিণামে হয়ে আর।।
যখন না ছিল তোমার মিলন
তখন আছিল ভাল।
হাসিয়া হাসিয়া জাতি কুল নিয়া
নিদানে আনল জ্বাল।।
পরের পরাণ হরিতে তোমার
তিলেক নাহিক দয়া।
পরবশ তুমি কি বলিব আমি
যেমন কায়ার ছায়া।।
যেমন জলের বিম্বুক সম্মুখে
দেখিয়া মিলায়ে যায়।
তোমার পীরিতি দেখিতে তেমন”
দীন চণ্ডীদাস গায়।।