বঁধু, ভিন না বাসিও তুমি।
পতি-গুরুজন এ ঘরকরণ
সকল ছাড়্যাছি আমি।।
আবাল হইতে আন নাহি চিতে
ওপদ কর্যাছি সার ।
তুমি মোর ধন জীবন যৌবন
তুমি সে গলার হার।।
তোমার লাগিয়া চিত বেয়াকুল
পুন পুন যাই নাছে।
পথ পানে চাই দেখিতে না পাই
লোকে আস্যা দেখে পাছে।।
ঘরে গুরুজন বলে কুবচন
যেন দংশে কালসাপ।
চণ্ডীদাস কহে পীরিতি করিয়া
বড়ই পাইলা তাপ।।