বঁধু যদি গেল বনে শুন ওগো সখি।
চূড়া বেঁধে যাব চল যেতা কমলআঁখি ।।
বিপিনে ভেটিব যেয়ে শ্যাম-জলধরে।
রাখালেরহ বেশে যাব হরিষ অন্তরে।।
চূড়াটি বাঁধহ শিরে যত সখীগণ।
পীত ধরা পর সবে আনন্দিত মন।।
চণ্ডীদাস বলে –“শুন রাধা বিনোদিনি।
নয়নে দেখিব সেই শ্যাম গুণমণি।।”