বধু, কি দিলে সুধার বান।
তরঙ্গ করিলে রাধার অন্তর
জর জর কৈলে প্রাণ।।
আছয়ে কামান গুণ নাই তাথে
যুজিলে বিসম পাসি।
কি খেনে হইল স্যাম-দরসন
প্রাণ হারাইনু বসি।।
আনচান করে রাধার পরাণে
দেখিয়া কানুর রিত।
সুন সখি সব কর অনুভব
কিসে হব মর হিত।।
বনের আগুন পুড়এ জখন
দেখএ জগত লোকে।
অন্তর আগুন দেখে কোন জন
জ্বলি উঠে বিনি ফুকে।।
জেন ব্যাধ-বালা রাখে জালমালা
কুরঙ্গ পড়এ তাঅ।
তেন আসি দেহে ঘেরিল অবাধে
দিন চণ্ডিদাস গাঅ।।