বনের মাঝে বাজে বংশী কি হব উপায়।
ধৈরজ না মানে মন বন মুখে ধায়।।
ত্বরায় চলিতে চাই নাহি চলে পা।
শ্যাম প্রেমের আবেশে আলায়্যা পড়ে গা।।
অভরণে যদি অঙ্গ সাজাইতে চাই।
কোন খানে পরিব কী ওর নাহি পাই।।
একে কুলবতী তায় সহজে অবলা।
আর তাহে আছে গৃহে গুরুজনের জ্বালা।।
জ্ঞানদাসেতে কয় আর বিলম্ব না সয়।
ছুটিল করের শর নিবারণ নয়।।