বনে বনে আসি কুণ্ড পরবেশল
সুবল বিনোদিনী সাজে।
লহু লহু হাসি হাসি পহুঁ মীলল
ধনি অবনতমুখ লাজে।।
রাইক হৃদয় জানি পহুঁ মাধব
বিদগধ রসিক সুজান।
সুবলেরে পুছই সকল শুভ মঙ্গল
দিঞা আলিঙ্গন দান।।
গমনাবধি পুন কুণ্ড সমাগম
সুবল কহল শুভবাণী।
মল্লিক মাল গাঁথি পহুঁ রসবতি
সুবলে পরাওল আনি।।
মন্দির গমন শমন সম মানই
জর জর কাতর দেহ।
দীনবন্ধু কহে বিরহ বিপদ ভয়ে
বিছুরল পরিজন গেহ।।