বনে বনে করত বিহার।
আনন্দের নাহি জনু পার।।
ফল ফুল বিকসিত কুঞ্জে।
ভ্রমরা ভ্রমরীগণ গুঞ্জে।।
কনকলতা অবলম্ব।
বিকসিত কুসুম-কদম্ব।।
হেরইতে নাগর কান।
রাই রমণী ভেল ভান।।
যব দাড়িম ফল হেরি।
নিজ করে ধরে কত বেরি।।
চুম্বই বান্ধলি ফুল।
ঘন ঘন খসই দুকুল।।
রাধা সঙ্গম আশে।
ঘন লখই চারি পাশে।।
আকুল গোকুল ইন্দু।
সংগতি চলু দীনবন্ধু।।