বন্ধু কানাই কহিলে বাসিবা দুখ।
আর কত কুলবতী কুলের ধরম রাখে
সে জনি হেরয়ে তুয়া মুখ।।ধ্রু।।
(সহজে বরণ কাল তিমির কাজর ভেল
অন্তর বাহিরে সমতুল।
মরুক তোমার বোলে কলসী বান্ধিয়া গলে
সে ধনি মজাকু জাতি কুল)।।
যখন তোমার সনে পরিচয় নাহি ছিল
আন ছলে দেখিয়া বেড়াও ।
বারে বারে ডাকি আমি শুনিয়া না শুন তুমি
আঁখি তুলি সরসে না চাও।।
যখন পিরিতি কৈলা আনি চাঁদ হাতে দিলা
আপনে বলাইতা মোর বেশ।
আঁখি-আড় নাহি কর হৃদয় উপরে ধর
এবে তোমা দেখিতে সন্দেশ ।।
একে হাম পরাধিনী তাহে কুল কামিনী
ঘর হৈতে আঙ্গিনা বিদেশ।
যথা তথা থাকি আমি তোমা বহি নাহি জানি
সকলি কহিলুঁ সবিশেষ।।
বড় বৃক্ষ ছায়া দেখি ভরসা করিনু মনে
ফুলে ফলে একই না গন্ধ।
সাধিলা আপন কাজ, আমারে সে দিলা লাজ
জ্ঞানদাস পড়ি রহু ধন্দ।।