বন্ধু, চিত-নিবারণ তুমি।
কোন্ শুভদিনে দেখা তোমার সনে
পাশরিতে নারি আমি।
ও চাঁদ-বদন না দেখি যখন
শুনহে প্রাণের হরি।
অনাথীর প্রাণ করে আনচান
দিনে কতবার মরি।।
তোমা হেন ধন অমূল্য রতন
তোমার তুলনা তুমি।
তুমি হেন শ্যাম মোরে হলে বাম
বড় অভাগিনী আমি।।
তখন করিলে যেমন পীরিতি
এখন এমতি কর।
অবলা হইলে পরমাদ হ’ত
পুরুষ হইয়া তর।।
চণ্ডীদাস ভণে কানুর চরণে
শুনহে প্রাণের হরি।
সকল ছাড়িয়া শরণ যে লয়
তাহার এমতি করি।।