বন্ধু রে তোর প্রেমের মালা দেও রে আমার গলে, পইরিয়া বেড়াইতাম আমি গোকুল নগরে রে। ধু।
তোর নামের ভিখারী হইয়া মাঙ্গিয়া যদি খাই, ও রে এই জনমের মত আমার সুখের সীমা নাই রে।।
লোকে যদি বলে তোমার প্রিয়া থাকে কই রে, আমি বলমু আমার কোলে তার কোলে মুই রইরে।।
জাতি কুল সরম ভরম করিমু তেয়াগ; পুরাও মনের আশা জ্বালাও দেহার আগ।।
পাগল আরকুমে কয় জনমের পাগল, ওরে মাশুক দরক্ত বটে, আশিক তার ফল রে।
ফলে যদি খিয়াল করে দরক্তার আছল, পাষাণ দিলে ধরিয়া থাকে মারিয়া চঙ্গল।