বন্ধু হে কুল কলঙ্কিনী হল্যাম।
যাচিয়া যৌবন, তোমায় দিয়া,
লোক চরচায় মল্যাম।
গৃহে গুরুজন, গঞ্জে অনুক্ষণ,
তাহা কি তোমারে কই।
বসি সখী মাঝে, মাথা তুলি লাজে,
তোমার কারণে সই।।
একে একাকিনী, কুলের কামিনী,
নিরমিল কুল বিধি।
দুনয়ান ভরি, দেখিতে না পানু,
তোমা হেন গুণনিধি।।
অনেক সাধের, ভরসো ঔষধ,
দেখিতে হইল সাধ।
একাকিনী রহি, প্রথম পরিতি,
নহিল আধের আধ।।
যে জন যা বিনে, না রয়ে পরাণে,
তারে কী করয়ে আন।
জ্ঞানদাস কহে, কানুর পিরিতি,
এবে জানিহ নিদান।।