বরণ কালিয়া বন্ধুর বরণ কালিয়া।
নয়নে না ধরে রূপ পড়ে চুয়াইয়া।।ধ্রু।।
কাজর দলিয়া কোন বিহি নিরমিল।
মুখ চাঁদ খানি কোন কুন্দারে কুন্দিল।।
ভাঙুযুগ ধনু কাম নয়ন নাচনি।
হেরিতে হরিল চিত কুলের কামিনী।।
নাসিকাতে গজ মোতি কে না পরাইল।
অধরে পূরিতে বাঁশী কেবা শিখাইল।।
নাম লৈয়া ডাকে বাঁশী কি তোমার কাজ।
গুরুজন মাঝে থাকি সদা পাই লাজ।।
দাস হরেকৃষ্ণ কহে করিয়া মিনতি।
বেকত করহ কেনে গুপত পিরীতি।।