বরিহা মুকুট মৌলি মন শোহন
চিরে কুটিল বয়ানে।
হেরইতে রূপ নয়ন মন ডুবত,
ধনি বিহি কি এ নিরমাণে।।
দেখ ললিত ত্রিভঙ্গিম লাল।
নব ঘন মাঝে, সাজে সৌদামিনি,
উরে দোলত বনমাল।।
চন্দন তিলক, ফাগু লাগি তাহি,
মৃগমদ উরে বিলাস।
দরসন দিন কিএ আবেসু সুরতি,
রবি শশি রাহু গরাস।।
শ্রুতি মকরাকৃতি, কুণ্ডল উপর,
কিসলয় লোলিত অংসে।
জ্ঞানদাস চিত, মন পুরোহিত,
সেচন কুলবতি বংশে।।