বরুণক দেশ রযনি চলি গেল।
অরুণা অতি সুরপতি দিগ ভেল।।
ঐছে সময়ে নিজ কেলি-নিবাসে।
বেশ কয়ল পিয়া বহু প্রতি আশে।।
আধা আধ তাহে না পূরল আশ।
হেরি বিঘিনি কত ছাড়য়ে নিশাস।।
নাহক চীতহি অতিশয় খেদ।
জ্ঞানদাস কহ বিহিক সম্ভেদ।।
বরুণক দেশ রযনি চলি গেল।
অরুণা অতি সুরপতি দিগ ভেল।।
ঐছে সময়ে নিজ কেলি-নিবাসে।
বেশ কয়ল পিয়া বহু প্রতি আশে।।
আধা আধ তাহে না পূরল আশ।
হেরি বিঘিনি কত ছাড়য়ে নিশাস।।
নাহক চীতহি অতিশয় খেদ।
জ্ঞানদাস কহ বিহিক সম্ভেদ।।