বরুথপ গোপাল যে অতি মনোহর।
সিন্দূরবরণ অতি স্নিগ্ধ কলেবর।।
ধবল বসন পরে গলে বনমাল।
অরূণবরণ দুটি নয়ন বিশাল।।
ভুবনমোহন রূপ অপরূপ ছান্দ।
হেরিতে মলিন কত পূর্ণিমার চান্দ।।
বিনোদ পাগড়ি প্যাঁচ পিঠে ঝলমল।
ঝিকিমিকি করে দুটি শ্রবণে কুণ্ডল।।
হাত দোলাইয়া যায় বাম করে বাঁশী।
আধ আধ বচন কহিছে মৃদু হাসি।।