বলনী চাহনী দোলনী হেলনী গায়নী আপনী নাচে।
রামাই সুন্দর পণ্ডিত পুরন্দর কাছে।।
নাচে নিত্যানন্দ-আনন্দ সাগর পরম রসাল।
গৌর সংকীর্ত্তন প্রকট অনুক্ষণ জগত .. ।
হাস গদগদ ভাস সুন্দর করুণাময় দিঠে চায়।
বিপুল পুলকিত অঙ্গ পুলকিত কৃপাএ ভুবন ভাসায়।।
ডাহিন ভুজ তুলি বোলএ হরি হরি জৈছন
করিবর চলে।
হেরি পশু পাখি আনন্দে আকুল জ্ঞানদাস বোলে।।