বলে বলুক মোরে মন্দ আছে যত জন।
ছাড়িতে নারিব আমি শ্যাম চিকণ ধন।।
সে রূপ-লাবণি মোর হিয়ায় লাগি আছে।
হিয়া হৈতে পাঁজর কাটি লয়া যায় পাছে।।
সখি এই ভয় মনে বড় বাসি।
অচেতন নাহি থাকি, জাগি দিবানিশি।।ধ্রু।।
অলসে আইসে নিঁদ যদি দুটি আঁখে।
শয়ন করিয়া থাকি ভুজ দিয়া কাঁখে।।
এমন পিয়ারে মোর ছাড়িতে লোকে বলে।
তোমরা বলিবে যদি খাইব গরলে।।
কানু-রূপের নিছনি নিছিয়া দিলু কুল।
এত দিনে বিহিমোরে হৈল অনুকূল।।
পুরুক মনের সাধ ধরম যাউক দূরে।
কানু কানু করি প্রাণ দিবানিশি ঝুরে।।
চণ্ডীদাসে বলে রাই এমতি চাহ বটে।
সুঘরের পীরিতি হৈলে কভু নাহি টুটে।।