বসুদেব কঅ করিআ বিনঅ–
“এই নিবেদন মোর।
সদা সাবধানে থাকিহ জতনে
কংসচর জত চোর।।
করিব সন্ধান অন্যের বন্ধান
চরে আরপিব দেশে।
জেমত বেকত না হএ সতত
সদাই থাকিবে কাছে।।
এই বোলো ঠার হইল সকল,”–
কহে বসুদেব রায়।
“আমারে রহিতে না হএ উচিতে
মোর মনে হেন ভায়।।
পুরূবে দেবের আছএ বচন
কহিল কংসের পাশে।
দৈবকী-ঔদরে অষ্টম গর্ভেতে
সে তোমা করিব নাশে।।
এই পুত্র হৈল অষ্টম গর্ভেতে
দেব-বাক্য নহে আন।
এ সব ফলিব দেব-সুবচন
বিপাক পড়িব জান।।
আর দেব-বাক্য সেই হব সাক্ষ্য
পুরূব কাহিনী আছে।
নন্দ-সুতা আনি কংসেরে ভাণ্ডিব
সেই সে হইল কাছে।।
এই সুতা দেহ না কর সন্দেহ
তুরিতে মথুরা জাই।
বিলম্ব না সহে তিলেক বিআজে
কহিলাম তোমার ঠাই।।”
সেই কন্যা দিল বসুদেব-কোলে
তুরিতে লইঞা জাএ।।
প্রবেশ করিল আপন মন্দিরে
দিন চণ্ডিদাসে গায়ে।।